
অনেকদিন ধরেই গাইনী ডাক্তারের অভাববোধ করেছিলো জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের রোগীরা। ফলে হাসপাতালে গাইনী রোগীদের চিকিৎসা এবং সিজারিয়ান সেকশন প্রায় বন্ধ হয়ে যায়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ-এর নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন সকলের পরিচিত এবং স্বনামধন্য চিকিৎসক(মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস) ডা. শাহিনুর নাজিয়াকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ০১ দিন গাইনী রোগী দেখা এবং প্রসূতি মায়েদের বিভিন্ন সেবার জন্য আদেশ দেন।
সিভিল সার্জনের আদেশ মোতাবেক ডা. শাহিনুর নাজিয়া প্রতি রবিবার (অফিস চলাকালীন সময়ে) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী রোগী দেখবেন এবং সিজারিয়ান সেকশন সহ প্রসূতি মায়েদের অন্যান্য চিকিৎসা প্রদান করবেন।
প্রসূতি মায়েদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জরুরী প্রয়োজনে ০১৭৫১৫৬০৫৬৫ নম্বরে যোগাযোগ করবেন।