বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত

শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু পয়েন্টে হয়ে গেল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১’। এতে জেলার অন্তত তিন হাজার মানুষ অংশ নিয়েছে।

সোমবার (১লা মার্চ) বিকেলে পদ্মাসেতু সংযোগ সড়কের বাংলাবাজার এলাকায় ম্যারাথনের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

উদ্বোধনের পর বাংলাবাজার থেকে পাঁচ কিলোমিটার দৌড় শুরু হয়ে পদ্মাসেতু টোলপ্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে টোলপ্লাজার সামনে ডিজিটাল ম্যারাথন ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আরমান হোসেন রাফি, দ্বিতীয় রায়হান, তৃতীয় হয়েছেন শাহিনুর ব্যাপারী। পরে ম্যারাথনে বিজয়ীদের মধ্যে মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, পুলিশ, চায়না, সিভিল ও নারী ক্যাটাগরিতে ১৫ জন এবং ভিআইপি পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

এ সময় শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!