
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৯ ক্যান বিদেশি বিয়ার ও এক বোতল বিদেশি মদসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাব-৮। রোববার ভোর ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার দক্ষিণ ডুবুলদিয়া কাজীকান্দি গ্রামের মৃত আবুল হাসেম কাজীর ছেলে নূরুল আমিন কাজী (৫০) ও তার ছেলে মো. কোরবান আলী বাবু কাজী (২০)।
র্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল জাজিরা উপজেলার কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় নূরুল আমিন ও তার ছেলে কোরবান আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮৯ ক্যান বিদেশি বিয়ার ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি জানান, বাবা-ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |