
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জননেতা এ কে এম এনামুল হক শামীম এমপি এর নির্দেশে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলী আহামদ কাজীর সহযোগিতায় অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টায় বিঝারী ইউনিয়নের ধামারন কে এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে ৭’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, বিঝারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুস ছালাম, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।