
২৬ এপ্রিল রবিবার মহাপরিচালক এর নির্দেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেস্বর বাজার, নড়িয়া বাজার, চাকধ বাজার ও ভূমখাড়া বাজারে তদারকিমুলক অভিযান পরিচালনা করেন। অভিযানে ঔষধের দোকান, চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ প্রায় ৭০ টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শণ করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি নেয়ায় নড়িয়া বাজারের মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫’শ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। জরিমানা আরোপের পাশাপাশি ব্যবসায়ীদেরকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান।
অভিযানে সার্বিক নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।