
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির সহযোগিতায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় করোনা ভাইরাস মহামারি দুর্যোগের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়ায় জেলা পরিষদের সহায়তায় ৯১৪ টি পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় ভুমখাড়া ইউনিয়ন পরিষদ হতে পৌরসভা, ভুমখাড়া, ফতেজঙ্গপুর ও ভোজেশ্বর ইউনিয়নে ২’শ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৯ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ১ কেজি, লবন ১ কেজি, চিরা ১ কেজি, সেমাই ১ প্যাকেট, সাবান ১ টা, হ্যান্ড গ্লাভ্স ২ জোড়া, মাস্ক ২ টি।
উল্লেখ্য যে, নড়িয়া উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে মোট ৯ শত ১৪ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভুমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম শাজাহান সিরাজ ভুমখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম- সাধারন সম্পাদক রোমান, ভুমখাড়া পরিষদের সদস্য রাসেল মৃধা, কুদ্দুস দর্জি প্রমুখ।
জেলা পরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির সহযোগিতায় আমরা নড়িয়া উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে ৯১৪ টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি।