
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ভোজেশ্বর বাজার কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ০৬ জুলাই দুপুর দেড়টার দিকে ভোজেশ্বর বাজারের খন্দকার প্লাজায় এ শাখার উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়তপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মাহমুদ হাসান।
ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান একেএম নুরুল হক বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলায়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, জপসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন আকন, জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার, ভোজেস্বর বাজার বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী গোরাপী, জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকের পরিচালনার দায়িত্বে থাকা মেসার্স জয় এন্টারপ্রাইজের প্রোপাইটর ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল সরদার।
উদ্বোধন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও: আলী আহাম্মদ।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করে আছে। মানুষকে সঠিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। এজেন্ট ব্যাংকিং ভোজেশ্বর বাজার কেন্দ্রটি জেলায় সপ্তম। ব্যাংকের কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। ২৪ ঘন্টা সেবার লক্ষ্যে এখানে এটিএম বুথেরও ব্যবস্থা করা হবে।