মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন

নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন

পদ্মা নদীর পানি আকস্মিক ভাবে বৃদ্ধি পাওয়ার কারনে নড়িয়া পৌরসভার সবকয়টি ওয়ার্ড পানিতে প্লাবিত হয়েছে। ফলে পৌর-এলাকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পরেছে, অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

শুক্রবার (২৪ জুলাই) পশ্চিম লোনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে পৌরসভার পানি বন্দী মানুষের মাঝে প্রতি দিনের ন্যায় খাদ্য সামগ্রী নিজের হাতে করে নিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সেকান্দার আলম রিন্টু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহমেদ ছৈয়াল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নিরু সরদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুছ বেপারী, সাধারন সম্পাদক রব চৌকিদার, সাবেক কমিশনার আবুল হোসেন, খালেদ মেশারফ, ইকবাল বেপারী, আলমাস বেপারী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, যে সকল পরিবার বন্যায় পানিতে বাড়িঘর তলিয়ে গেলে আশ্রয় কেন্দ্রে উঠে। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপির নির্দেশে তাদের খাদ্য সামগ্রী পৌছে দেই।


error: Content is protected !!