
সাম্প্রতিক সৃষ্ট বন্যার কারনে চাকধ- মুলফতগঞ্জ সড়কটি ব্যাপক ক্ষতি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক টি দিয়ে প্রতিদিন অসংখ্য অসুস্থ রুগী সহ হাজার হাজার লোকজন চলাচল করে।
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দশনায় চাকধ ও কলুকাঠি যুব সমাজের উদ্যেগে ভুমখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জসিম ঢালী ও যবলীগ নেতা শাকিল বেপারী নেতৃত্ব চাকধ হতে মুলফৎগঞ্জ সড়কটি সাময়িকভাবে চলাচলের জন্য উপযোগী করে তুলে।
এ বিষয়ে জসিম ঢালী বলেন, বন্যার কারনে চাকধ- মুলফতগঞ্জ সড়কটি ব্যাপক ক্ষতি হয়। যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক টি দিয়ে প্রতিদিন অসংখ্য অসুস্থ রুগী সহ হাজার হাজার লোকজন চলাচল করে। প্রিয় নেতা এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দশনায় আমরা কুলকাঠির যুব সমাজ ও চাকধ এলাকার উদ্যোগে সড়কটি সাময়িকভাবে চলাচলের জন্য উপযোগী করি। এ সময় এলাকার যুব সমাজ ও ছাত্রলীগের কর্মীরা মেরামত কাজে সহযোগিতা করে।