সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

নড়িয়া যুব সমাজ উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কটি মেরামত

নড়িয়া যুব সমাজ উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কটি মেরামত

সাম্প্রতিক সৃষ্ট বন্যার কারনে চাকধ- মুলফতগঞ্জ সড়কটি ব্যাপক ক্ষতি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক টি দিয়ে প্রতিদিন অসংখ্য অসুস্থ রুগী সহ হাজার হাজার লোকজন চলাচল করে।

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দশনায় চাকধ ও কলুকাঠি যুব সমাজের উদ্যেগে ভুমখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জসিম ঢালী ও যবলীগ নেতা শাকিল বেপারী নেতৃত্ব চাকধ হতে মুলফৎগঞ্জ সড়কটি সাময়িকভাবে চলাচলের জন্য উপযোগী করে তুলে।

এ বিষয়ে জসিম ঢালী বলেন, বন্যার কারনে চাকধ- মুলফতগঞ্জ সড়কটি ব্যাপক ক্ষতি হয়। যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক টি দিয়ে প্রতিদিন অসংখ্য অসুস্থ রুগী সহ হাজার হাজার লোকজন চলাচল করে। প্রিয় নেতা এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দশনায় আমরা কুলকাঠির যুব সমাজ ও চাকধ এলাকার উদ্যোগে সড়কটি সাময়িকভাবে চলাচলের জন্য উপযোগী করি। এ সময় এলাকার যুব সমাজ ও ছাত্রলীগের কর্মীরা মেরামত কাজে সহযোগিতা করে।


error: Content is protected !!