
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এ পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০। যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে দিনের সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম প্রহরে কালো পতাকা উত্তোলণ ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনব্যপি অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও নির্বাচিত স্কাউট সদস্যরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হওয়ার পর পশাক ব্যাচ ধারণ শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোজেশ^র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মজিদ জরিনা ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার নুরুল হক বেপারী, অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন ও শিক্ষক মন্ডলী। পুষ্পস্তবক অর্পন শেষে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর স্মরণে আবৃতি, আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠানসহ জাতীয় শোক দিবস ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে’ আমার মুজিব’ শিরোনামে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়।
এ ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি ও মজিদ জরিনা ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। তিনি তাঁর আলোচনায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সবশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের রূহের মাগফিরাতের জন্য দু’আ করা হয়।
দু’আ শেষে ভার্চুয়াল সভার সভাপতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন জাতীয় শোক দিবসে স্বরব অংশগ্রহণ করে সকল আয়োজন সফল করায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে জাতির পিতা ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।