বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়ার বিঝারী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

নড়িয়ার বিঝারী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিঝারি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ আগস্ট বেলা ১১ টার দিকে বিঝারি ইউনিয়নের নওগাঁও মুনলাইট কিন্ডার গার্টেন স্কুলে বিঝারি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ জয়নাল হাওলাদারের সভাপতিত্বে এ আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম (ভিপি) । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকেরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু ঘাতকদের উদ্দেশ্য সফল হয়নি আর ভবিষ্যতেও হবেনা। কারন, বঙ্গবন্ধুর আদর্শ চেতনা এদেশের মাটি ও মানুষের অন্তরে মিশে আছে। ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা দেশমাতাকে রক্ষার জন্য অতন্দ্র প্রহরি হয়ে সদা জাগ্রত রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ চেতনা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র দেশের এই অগ্রযাত্রা রোধ করতে পারবেনা।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু। তিনি বলেন, যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, লাল সবুজের পতাকাও উত্তোলন হতো না, যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা ভাষার জন্ম হতো না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকেরা স্বপরিবারে সেই বঙ্গবন্ধুকেই নির্মমভাবে হত্যা করে ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

বিঝারি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ইউসুফ চৌকিদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন খান (ডিকেন), সহ-সভাপতি মোঃ আমির হোসেন শিকদার, বিঝারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালি ও বিঝারি ইউয়িন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু শেখ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মাহাবুব রহমান (সবুজ), নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিয়াদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোকলেছুর রহমান শেখ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলমাস মাদবর, নড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সদস্য নাসির দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মজলু শেখ প্রমুখ।


error: Content is protected !!