
জাতীয় ভোক্তা সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ২৫ আগস্ট মঙ্গলবার শরীয়তপুর জেলার সহকারী পরিচালক জনাব সুজন কাজী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ করা, খদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ও রঙের ব্যবহার এবং মোড়কজাতকরণ বিধিমালা লংঘন করায় উপজেলার ডিঙামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মেসার্স রাজধানী বেকারিকে প্রশাসনিক প্রতিকার হিসেবে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী মোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),শরীয়তপুর শাখার সভাপতি জনাব বিল্লাল হোসেন খান, নড়িয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ গোলাম সাকলাইন এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |