
প্রতি বছরের ন্যায় এ বছরও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো বাঙালীর প্রাণের উৎসব বর্ষরণ-১৪২৯। অনুষ্ঠানের ১ম পর্বে সাংস্কৃতিক ক্লাবের শিল্পীদের কন্ঠে এসো হে বৈশাখ গান গেয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
বর্ষবরণ শেষে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ১ম পর্বেও সমাপ্তি হয়। অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষার্থীদের অংশহগ্রহণে ধীরে সাইকেল চালানো, সাঁতার প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব ও শিক্ষকদের অংশগ্রহণে হাঁড়িভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন।
তিনি এ সময় বলেন আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব হলো বাংলা নববর্ষ। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবার প্রতি বছরই এ দিনটিকে নানা আয়োজনের মাধ্যমে পালন করে। তারই ধারাবাহিকতায় এবারও বিভিন্ন আয়োজনের মাধ্যমে নববর্ষ উদযাপন করলাম।