
নড়িয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য’র যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ এপ্রিল সকালে নড়িয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজ, নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, প্রানি সম্পদ মোঃ ফারুক হোসেন, পিআইও মোঃ সোরাহাব হোসেন সহ বিভিন দপ্তরের সকল দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান্যাগণ, ইউপি সচিবগণ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।