
শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনায় শরীয়তপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিনব্যাপী শরীয়তপুরে আনসারের জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক।
এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট আ. মান্নান মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আবদুর রহিম মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২টি ফুটবল, ২টি ভলিবল, ১টি বড় ক্যারাম বোর্ড, ৩টি দাবা, ২টি ক্রিকেট ব্যাট, ৬টি স্টাম্প, ৬টি টেনিস বল প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |