বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

নড়িয়ার জপসায় সাবেক আইজিপি শহিদুল হকের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত

নড়িয়ার জপসায় সাবেক আইজিপি শহিদুল হকের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত

পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হকের পক্ষ থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ আগস্ট দুপুরে জপসা খেয়াঘাট মাঠে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরদার এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন।

জপসা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী ওহেদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরদার।

স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

শোক দিবস পালন উপলক্ষে প্রায় দুই হাজার লোকের খাবারের আয়োজন করেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল সরদার।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোজেশ্বর নদীরপাড় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সেলিম।


error: Content is protected !!