মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

নড়িয়ায় নিয়ম না মেনে পতাকা উত্তোলণ করায় জরিমানা

নড়িয়ায় নিয়ম না মেনে পতাকা উত্তোলণ করায় জরিমানা

শরীয়তপুরের নড়িয়ায় সঠিক নিয়মে পতাকা উত্তোলন না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে সঠিক নিয়মে পতাকা উত্তোলন করায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেন নড়িয়া সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
তিনি জানান, পতাকা বিধিমালা অনুসারে পতাকা উত্তোলন করায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নড়িয়ায় বাজারের দুই ব্যবসায়ীকে নিয়ম না মেনে পতাকা উত্তোলন করায় ৫শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০১০) ৭এর ১ও ১২ বিধি মতে বিধি অনুসারে নিয়ম না মেনে পতাকা উত্তোলন করলে সর্বোচ্চ ১ বছর কারাদন্ড, ৫০০০ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।


error: Content is protected !!