Friday 19th April 2024
Friday 19th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জেলা বিএনপি’র পক্ষে পদ্মার ভাঙ্গনে নিখোঁজ স্বজনদের সহায়তা প্রদান

জেলা বিএনপি’র পক্ষে পদ্মার ভাঙ্গনে নিখোঁজ স্বজনদের সহায়তা প্রদান

শরীয়তপুরের নড়িয়ায় ভয়াবহ পদ্মার ভাঙ্গনে নিখোঁজ স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন তার ব্যক্তিগত তহবিল থেকে পদ্মার ভাঙ্গনে নিখোঁজ প্রত্যেকের পরিবারকে নগদ ১২ হাজার করে টাকা, একটি নেয়ামূল কোরআন, একটি জায়নামাজ ও একটি তছবিহ প্রদান করা হয়। বুধবার দুপুরে প্রত্যেক নিখোঁজদের বাড়ী গিয়ে এ সাহায্য পৌছে দেয়া হয়।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের মাঝে সফিকুর রহমান কিরনের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক খন্দকার ওমর ফারুক, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য টিএম আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার নেছার উদ্দিন, জেলা বিএনপি নেতা মমতাজ উদ্দিন হাওলাদার, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আজিজুল হাকিম, নড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ মাঝি, সহ-সভাপতি সালাহ উদ্দিন ছৈয়াল, পৌরসভা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান শেখ, মহিলাদল নেত্রী শাহিদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য গত ৭ আগস্ট দুপুরে হঠাৎ প্রচন্ড ¯্রােতে পদ্মার ভাঙ্গনে শরীয়তপুরের নড়িয়ায় সাধুরবাজার লঞ্চঘাট এলাকার বিশাল অংশ ধ্বসে পড়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি লঞ্চঘাট ও ঘাট সংলগ্ন বাজার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্তত ৩০ থেকে ৩৫ জন পদ্মা নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন ঐ দিনই ২০ জনকে উদ্ধার করে নড়িয়ার মুলফৎগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বরিশাল জেলার বাসিন্দা আইটেল মোবাইল কোম্পানীর এরিয়া ম্যানেজার আল আমিনসহ নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন নিখোঁজ হয়। ৭ দিন পর নিখোঁজদের মধ্যে মেঘনা নদীর চাঁদপুরের হাইচর আলুর বাজার এলাকায় আল আমিনের মরদেহ পাওয়া যায়। বাকি নিখোঁজদের কোন সন্ধান মিলেনি।