Thursday 30th May 2024
Thursday 30th May 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নড়িয়ায় এসইআইপি প্রকল্পে উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন সভা

নড়িয়ায় এসইআইপি প্রকল্পে উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন সভা

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর উদ্যোগে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসার) বাস্তবায়নে আইটি প্রশিক্ষণ, ওয়েব ডিজাইনস ও গ্রাফিক্স ডিজাইন, মোবাইল সার্ভিসিং, ইলেক্ট্রিকস এর উপর কর্ম দক্ষতা বাড়াতে এছাড়া নানা রকম এসইআইপি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য আলোচনা সভার আয়োজন করা হয়।
নওপাড়া স্কুল পড়ুয়া এসএসসি পাশ শিক্ষার্থীরাও এই প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাবে। একজন শিক্ষার্থীর কম্পিউটার জানাটাই আবশ্যক হয়ে পড়া এই ডিজিটাল যুগে এসইআইপি এর জন্য প্রশিক্ষণার্থীদের নির্বাচন করে তাদের প্রশিক্ষণ দিয়ে একটি সমৃদ্ধি দেশ ও সমাজ গড়তে ভূমিকা পালন করছে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)।
উক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন সভায় উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর প্রকল্প কর্মকর্তা বিল্লাল হোসেন, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র উপ পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র সহকারী পরিচালক কবির হোসেন, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র কর্মসূচী সমন্বয়কারী আলমগির কবির, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহম্মেদ মুন্সী ও নুসা র নওপাড়া ইউনিয়ন শাখার সকলেই।