
গত ২৩ নভেম্বর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হল পাঠ সমাপনী উৎসব ২০১৮। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদ্য বিদায়ী ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
চলমান শিক্ষাবর্ষের শেষ ক্লাস ও নতুন বছরে নুতন শ্রেণিতে ওঠার আনন্দ ছিল সকল শিক্ষার্থীর চোখে মুখে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সাজানো গোছানো রুমে ফিতা কেটে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ ক্লাস পার্টির ক্লাসে প্রবেশ করেন। শিক্ষার্থীদের অভিবাদন গ্রহনের পর কেক কাটা ও কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে আনন্দে মেতে ওঠে। এ সময় সারা বছর যারা নিয়মিত শ্রেনিতে উপস্থিত ছিল এমন শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি পদক পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি বলেন সকল শিক্ষার্থীকে আগামীতে শ্রেণি কক্ষে আরও মনোযোগী হয়ে সর্বন্নোত ফলাফল করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বেগম শামসুন্নাহার রহমান, সাকিব বিন শহীদ ও রাকিব বিন শহীদ, অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীর মাঝে কেক ও দুপরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান সর্ম্পকে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, সারাবছরের দীর্ঘ পড়াশুনার ক্লান্তি ভাঙানো ও ভালো পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের এ আয়োজন। এ বছর অত্র প্রতিষ্ঠানের স্কুল শাখার ১৭০০ শিক্ষার্থীর মধ্যে শতভাগ শ্রেণিতে উপস্থিত থেকেছে এমন চার শতাধিক শিক্ষার্থীকে পদক দেওয়া হয়েছে। উল্লেখ এ প্রতিষ্ঠানের শ্রেণিতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরনে পদক প্রদান কার্যক্রম সারা দেশে স্কুল পর্যায়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |