
শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ২ ঘন্টা অভিযান পরিচালনা করেন তারা।
এসময় বাজারের রিফা ফার্মেসির ফ্রিজ থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ও জীবন রক্ষাকারী ঔষধ উদ্ধার করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও বিক্রয়ের প্রস্তাব করায় রিফা ফার্মেসিকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং একই অপরাধে খান ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, শরীয়তপুর জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকির অংশ হিসেবে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ^র বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |