
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদেরর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
পরে র্যালী পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশকে বিশ্ববাসী দেখছে অপার সম্ভাবনার দেশ হিসাবে। এখানে কৃষি শিল্প, শিক্ষার পাশাপাশি নারী সমাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। নারীরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বেগম রোকেয়া যে নারী জাতির অগ্রগতি উন্নয়নের কথা ভেবেছিলে তা আজ সত্যেই পরিণত হয়েছে। এগিয়ে চলেছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারী শুধু ঘরেই নয় সকল কর্মকান্ডে নিয়োজিত থেকে তাদের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে অগ্রগতি উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
এসময় নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোজিনা খানম, রাবেয়া খানম সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |