
শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারেরচর মৃধাকান্দি ৩ ও ৪ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আওয়ামীলীগের কর্মীসভার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী একেএম এনামুল হক শামীমের পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন বেপারি হাজি খবিরুজ্জামান বাচ্চু মাদবর, শাহ আলম চকিদার, নরুল ইসলাম ঢালী, মোকবুল মোল্যা, এ্যাড. সেকেন্দার, শাহ আলম মাস্টার, এম এ হক, জুলহাস বেপারী, হাচান মাদবর, শের আলী মাদবর, আনোয়ার, তোতা বেপারী, আলী আলী আহম্মেদ, টিপু মৃধা।
আরও উপস্থিত ছিলেন জলিল শেখ, রফিক হাওলাদার কামাল মৃধা, দোলোয়ার আকন্দ, কবির উজ্জামান, হুমায়ন খালাসি, সিরাজ বেপারী, আজিজুল মৃধা, সাইদ বেপারী, হানিফ মৃধাসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।