মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

এনামুল হক শামীমের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন শুরু

এনামুল হক শামীমের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন শুরু

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম তার দেয়া নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন শুরু করেছেন। তাঁর নির্বাচনী অঙ্গিকারের অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের চারটি কলেজ এবং একটি পৌরসভায় ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারী) বেলা ১১ টায় সর্বপ্রথম নড়িয়া সরকারী কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক শাহিন মিয়া।
এ সময় শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওহাব বেপারী, জেলা পরিষদ সদস্য আলমগীর হোসেন দালাল, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনির বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে সুরেশ্বর সরকারী কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। সুরেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আজগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, আব্দুল ওহাব বেপারী, কাইয়ুম পাইক, আলমগীর হোসেন দালাল, মনির বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে নড়িয়া পৌরসভায় এনামুল হক শামীমের পক্ষে পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন। এসময় আব্দুল ওহাব বেপারী, কাইয়ুম পাইক, আলমগীর হোসেন দালাল, মনির বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।
বিকেল ৩টায় সখিপুরের হাজী শরীয়তউল্লাহ কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ আবুল বাশার। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টায় সখিপুরের শিরাজ শিকদার কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক। এসময় কলেজের শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি ওয়াইফাই সংযোগ চালুর মধ্য দিয়ে এনামুল হক শামীম তার নির্বাচনী ওয়াদা এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তার মালিকানাধীন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে ফ্রি ওয়াইফাই সংযোগ সরবরাহ করে শরীয়তপুর অনলাইন ডট নেট।


error: Content is protected !!