
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে অবস্থিত শ্রী শ্রী সত্যনারায়নের সেবা মন্দিরের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসব শুরু হয়েছে। উৎসবে সত্যনারায়নের পুজা, তিনদিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান ও মহা উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসব উপলক্ষে ডিঙ্গামানিক এলাকায় মেলা বসেছে। বুধবার মহাউৎসবের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ উৎসব শেষ হবে। উৎসব উপলক্ষে ওই মন্দিরে কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছে। বাংলাদেশ ছারাও ভারত ও নেপাল থেকে ভক্তরা এসেছেন।
মঙ্গলবার সকালে শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এনামূল হক শামীম সত্যনারায়নের সেবা মন্দিরের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পরিদর্শনে আসেন। তাকে স্বাগত জানান মন্দিরের মহারাজ ধুর্ঝুটি প্রষাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, সহকারি পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাড়ি, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোনন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |