
নড়িয়া মোক্তারের চর মৃধাকান্দি বঙ্গবাজার মেধা বিকাশ কিন্ডার গার্ডেন স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে অত্র বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরন করেন মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চকিদার, তোতা বেপারী, এ্যাডভোকেট সেকেন্দার, মোঃ কবির উজ্জামান, মাস্টার মিজান ছৈয়াল, লিয়াকত মোল্যা, আনোয়ার বেপারী, ছানি বন্দুকছি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজিব বেপারী, আলমগীর ছৈয়াল, আঃ কাদের, সিরাজ বেপারী, হানিফ মৃধা, শাহিন মৃধা, সাত্তার ছৈয়াল, রাসেল মৃধা ও অত্র স্কুলের সকল অভিবাবক ও ছাত্রছাত্রীরা।