শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
৮ মার্চ শুক্রবার সকালে নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০১৯ উপলক্ষে নড়িয়া উন্নয়ন সমিতি নুসা ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী।
নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোজিনা খানম, নুসার ভাইস চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌর সভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, নড়িয়া উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক রফিক হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, সহকারি পরিচালক জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারি মনির হোসেন, যুবলীগের সদস্য রাসেল বেপারী, শেখ মোঃ বিল্লাল, শাহীন খান, শামীম মাদবর প্রমুখ।


error: Content is protected !!