
নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী মাঠে আগামী ১৬ মার্চ শনিবার ঢাকা অতিথি একাদশ বনাম পন্ডিতসার স্বাগতিক একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি পন্ডিতসার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনায় এবং চিশতীনগর জনকল্যাণ প্রকল্পের সৌজন্যে আয়োজিত হবে। পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন এ অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন।
উল্লেখ্য পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের মাঠটি উদ্ভোধন করেছিলেন বৃটিশ ভারত এবং স্বাধীন ভারতবর্ষের শ্রেষ্ঠ ফুটবলার শরীয়তপুর জেলার (তৎকালীন ফরিদপুর জেলা) ভোজেশ্বর নিবাসী পদ্মশ্রী উপাধি প্রাপ্ত গোষ্ট বিহারী পাল চৌধুরী। সংগৃহীত তথ্য অনুযায়ী তিনি ১৯২১ সালে বিখ্যাত মোহনবাগান ফুটবল দলের ক্যাপটেন নিযুক্ত হন এবং ধারনা করা হচ্ছে যে, ঐ সালে অথবা পরবর্তী সালে তিনি মোহনবাগান টিমকে নিয়ে পন্ডিতসার আসেন এবং এই মাঠে খেলার মাধ্যমে মাঠটি উদ্বোধন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |