
শরীয়তপুরের নড়িয়ার উপজেলায় ট্রলি চাপায় মিথিলা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার বাড়ৈপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মিথিলা বাড়ৈপাড়া গ্রামের প্রবাসী মোবারক হাওলাদারের মেয়ে। ঘটনার পর ঘাতক ট্রলিসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
পিলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে পিছন পিছন কোথাও যাচ্ছিলো মিথিলা। এ সময় দ্রুত গতির একটি ট্রলি মিথিলাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা শিশু মিথিলাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |