
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ১২৬ নং হাজী মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মো. আক্তারুজ্জামান জুয়েল মীর মালতের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিচালক সৈয়দ হেমায়েত হোসেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু আলেম মাদবরের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাকিম সরদার, স্থানীয় মো. মানুন খান, মো. দবির হোসেন মিকদার, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হেমায়েত হোসেন বলেন, আমরা সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। সমাজ শিক্ষার আলোয় আলোকিত হলে মানুষে মানুষে ভেদাভেদ দূর হবে। আমরা সমাজের সকলে মিলে শান্তিপূর্ন সহাবস্থানে থাকতে চাই। আমরা সমাজে কোন মারামারি, হানাহানি চাইনা। আমরা সকলেই একদিন চলে যাবে সুতরাং নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ করে কি লাভ। আমাদের প্রিয় নেতা এনামুল হক শামীম এমপি নির্বাচিত হওয়ার পর আজকে নড়িয়ায় পরিস্থিতি পাল্টে গেছে। নেতা ঘোষণা দিয়েছেন নড়িয়া বাসী শান্তিতে থাকতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এনামুল হক শামীমের নির্দেশ মেনে চলতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে তার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. আক্তারুজ্জামান জুয়েল মীর মালত বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। তাই বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।