
শরীয়তপুর নড়িয়া মঙ্গলবার নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন-উল- -হাসান। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন নড়িয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ রাসেদুজ্জামান, সভাপত্বিত করেন মোঃ মাহাবুর রহমান শেখ উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) নড়িয়া শরীয়তপুর। কর্মশালায় অংশ গ্রহন করেন নড়িয়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবীদ, সমাজ কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, এনজিওকর্মি বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।