সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুর ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিকদের জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

শরীয়তপুর ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিকদের জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাত ৭ টার দিকে জেলা বাস শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারীর নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

এ দোয়া ও গণভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি।

জেলা ট্রাক ট্যাংকলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হায়দার সিকদার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পুলিশ লাইন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: মনিরুল ইসলাম, সদর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, সদর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ট্রাক ট্র্যাংকলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আ: রাজ্জাক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক আ: সামাদ ফকির, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, অর্থ সম্পাদক শহিদ খান, প্রচার সম্পাদক হেলাল খান, দপ্তর সম্পাদক সেলিম খান, কার্যকরী সদস্য সোহাগ খান ও ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতে ১৫ ও ২১ আগষ্টে শহীদদের স্মরণ করে তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আওয়ামীলীগের কল্যাণ কামনা করা হয়।


error: Content is protected !!