
শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত ৭ টার দিকে জেলা বাস শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারীর নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এ দোয়া ও গণভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
জেলা ট্রাক ট্যাংকলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হায়দার সিকদার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পুলিশ লাইন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: মনিরুল ইসলাম, সদর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, সদর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ট্রাক ট্র্যাংকলরি ও কভার ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আ: রাজ্জাক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক আ: সামাদ ফকির, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, অর্থ সম্পাদক শহিদ খান, প্রচার সম্পাদক হেলাল খান, দপ্তর সম্পাদক সেলিম খান, কার্যকরী সদস্য সোহাগ খান ও ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে ১৫ ও ২১ আগষ্টে শহীদদের স্মরণ করে তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আওয়ামীলীগের কল্যাণ কামনা করা হয়।