
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায় আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলায় আহত এবং নিহতদের স্বরণে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের নির্দেশক্রমে শরীয়তপুর পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ২২ আগস্ট দুপুরে জোহর নামাজবাদ এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে পুলিশ লাইন্সের পুলিশ কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ১৫ আগস্ট ও ২১ শে আগস্টের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স মসজিদের ইমাম হাফেজ মাওলানা কেরামত আলী।