শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং
শরীয়তপুরের যাদুশিল্পী অ্যাড. মাসুদুর রহমানের ছোট কন্যা

যাদুশিল্পে বিদেশের মাটিতেও গৌরব অর্জন করেছে

যাদুশিল্পে বিদেশের মাটিতেও গৌরব অর্জন করেছে

যাদুশিল্পে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও গৌরব অর্জন করলেন শরীয়তপুরের যাদুশিল্পী অ্যাডভোকেট মাসুদুর রহমান-এর ছোট কন্যা মাহবুবা রহমান নন্দীনি।

মাহবুবা রহমান নন্দিনী বাংলাদেশ আমেরিকান ম্যাজিক সোসাইটি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল প্রতিযোগিতায় মাহবুবা রহমান নন্দিনী অংশগ্রহণ করে সে এ গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার ফলাফল গত ২৫ শে আগস্ট প্রকাশিত হয়। এতে বিচারকমণ্ডলী শুভানুধ্যায়ী এবং দর্শকদের ভোটে প্রথম স্থান অধিকার করেন ঢাকার যাদু শিল্পী সালাউদ্দিন, দ্বিতীয় স্থান অর্জন করেন শরীয়তপুরের গর্ব মাহবুবা রহমান নন্দিনী এবং তৃতীয় স্থান অধিকার করেন খুলনার যাদু শিল্পী ইমরান।

এ প্রসঙ্গে মাহবুবা রহমান নন্দিনী জানান, আমার বাবা একজন সৌখিন ম্যাজিশিয়ান। তার হাত ধরেই আমি ম্যাজিক জগতে আসি। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ আমেরিকান ম্যাজিক সোসাইটির সকল কর্মকর্তা এবং সম্মানিত সভাপতি যাদুশিল্পী খান শওকত সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। পাশাপাশি যারা আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন সেসব দর্শক শুভানুধ্যায়ী ও বিচারকমণ্ডলীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে আমি বাংলাদেশের মান অক্ষুন্ন রাখার লক্ষ্যে আপনাদের দোয়ায় আরো বড় যাদুশিল্পী হতে চাই।


error: Content is protected !!