
বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিনকে দুপুরে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহসহ সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান ও স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষানবিশ আইনজীবী মোঃ ফরহাদ হোসেন, কেয়া খন্দকার, মোঃ সালাউদ্দিন, মোঃ খলিলুর রহমান, এস এম দিদার হোসেন মামুন, মোঃ বেলাল হোসেন, লায়লা আফরোজ, ফরহাদুল ইসলাম পিয়াল, আজিজুল ইসলাম রিপন, মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএসএপি ময়মনসিংহ ও অন্যান্য নেতৃবৃন্দ।