
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে রবিবার ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর কালকিনি থানার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ইকবাল সরদারের ছেলে মোঃ ফেরদৌস(২৮) কে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করে।
এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ১৯০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।