
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার সদর থানাধীন গোলাবাড়ি এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মাদারীপুর জেলার গোলাবাড়ি গ্রামস্থ সরকারি গাড়ি চালক সমিতির সামনে মাদারীপুর হইতে মোস্তফাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওদুদ তালুকদার(৩৫) নামে একজনকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করে র্যাব।
এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৮৫ গ্রাম গাঁজাসহ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত ওদুদ তালুকদার মাদারীপুর সদর থানার বাগেরপাড় গ্রামের মৃত ওহাব তালুকদারের ছেলে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত গাঁজা অন্যান্য আলামতসহ মাদারীপর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।