
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শরীয়তপুর বাসীকে শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক শুভেচ্ছা জানিয়েছেন। রোববার রাতে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক
শরীয়তপুর
১২ আগস্ট ২০১৯
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে
শুভেচ্ছা বাণী
প্রিয় শরীয়তপুরবাসী,
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-কে কুরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চিরসমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। আমি বিশ্বাস করি পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে প্রতিফলিত করার মাধ্যমে মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ আরো সুসংহত হবে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মহান আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগ এর নিদর্শন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। ত্যাগের এই মহান আদর্শকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ঈদ সকলের জন্য বয়ে নিয়ে আসুক আনন্দ ও কল্যাণ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রিয় শরীয়তপুরবাসীসহ বাংলাদেশের আপামর জনসাধারণের অব্যাহত সমৃদ্ধি, উন্নতি ও শান্তি কামনা করছি।
(কাজী আবু তাহের)