মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

ন‌ড়িয়ায় বন্যা‌র্তদের ত্রাণ বিতরণ কর‌লেন পা‌নিসম্পদ উপমন্ত্রী

ন‌ড়িয়ায় বন্যা‌র্তদের ত্রাণ বিতরণ কর‌লেন পা‌নিসম্পদ উপমন্ত্রী

ন‌ড়িয়ায় বন্যার্ত‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ কর‌লেন পা‌নিসম্পদ উপমন্ত্রী ও কেন্ত্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি । মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে ন‌ড়িয়া ‌পৌরসভার সাম‌নে এক হাজার মানু‌ষের মা‌ঝে প্রধান অতি‌থি থে‌কে ত্রাণ বিতরণ ক‌রেন পা‌নি সম্পদ উপমন্ত্রী শামীম।

এ সময় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে পা‌নিসম্পদ উপমন্ত্রী ও কেন্ত্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ব‌লে‌ন, গত ৯দি‌নে দে‌শের বি‌ভিন্ন জেলার ৩২ টি যায়গায় ত্রাণ বিতরণ ক‌রে‌ছি। বিএন‌পি নের্তৃবৃন্দ ব‌লে‌ছে ত্রাণ নি‌য়ে আওয়ামী লীগ কোথাও যায়‌নি। তা‌দের কথায় আমা‌দের কিছু যায় আসেনা। বিএন‌পির মির্জা ফখরুল বল‌ছেন আওয়ামী লী‌গের কোন মন্ত্রীরা ত্রাণ দি‌তে যা‌চ্ছে না। তরপরক্ষ‌নেই ‌দেখলাম ত্রাণমন্ত্রী পা‌নি‌তে নে‌মে ত্রাণ দি‌চ্ছেন।

সুতরাং ‌বিএন‌পির ফখরুলরা সত্য ব‌লে না। আপনারা প্র‌তি‌দিন টি‌ভি, প‌ত্রিকায় দে‌খেন আওয়ামী লী‌গের মন্ত্রী, এম‌পি, আওয়ামী লী‌গ ও তার অঙ্গসংগঠন, ডি‌সি, এস‌পিসহ সকল সরকা‌রি দপ্তর থে‌কে ত্রাণ দি‌চ্ছে। বিএন‌পি এসির ভিতর ব‌সে মিথ্যাচার কর‌ছেন। মিথ্যাচা‌রে বিএন‌পি চ্যা‌ম্পিয়ান। তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা প্রধানমন্ত্রী থাক‌লে দে‌শে যতই বন্যা হোক একজন মানুষও না খে‌য়ে থাক‌বে না।

এ সময় বি‌শেষ অতি‌থির বক্তব্য রা‌খেন, জেলা প্রশাসক কাজী আবু তা‌হের, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম্যান ছা‌বেদুর রহমান খোকা শিকদার ।

এ সময় জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ন‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) তানভীর হায়দার শাওন, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, ন‌ড়িয়া পৌরসভার মেয়র শ‌হিদুল ইসলাম বাবু রাড়ী, ন‌ড়িয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি হা‌জি হাচান আলী রা‌ড়ী, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, জেলা প‌রিষদ সদস্য এমএ কাইউম, উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম্যান মো. জা‌কির হো‌সেন বেপারী, ন‌ড়িয়া উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতি‌রিক্ত দা‌য়িত্বপ্রাপ্ত) স্বপন মাতব্বর প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।।


error: Content is protected !!