Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাহমুদপুর ইউপি’র ২নং ওয়ার্ডে জনগণের একই ধ্বনি, মেম্বার প্রার্থী ইয়াছিন বেপারী

মাহমুদপুর ইউপি’র ২নং ওয়ার্ডে জনগণের একই ধ্বনি, মেম্বার প্রার্থী ইয়াছিন বেপারী
মাহমুদপুর ইউপি’র ২নং ওয়ার্ডে জনগণের একই ধ্বনি, মেম্বার প্রার্থী ইয়াছিন বেপারী

শরীয়তপুর সদর উপজেলা ইউপি নির্বাচনে মাহামুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাশি মাহামুদপুর গ্রামের জনগণের একই ধ্বনি মেম্বার পদপ্রর্থী মোঃ ইয়াছিন বেপারীর ফুটবল মার্কা জিতে যাক।
মাহামুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রতিটি গ্রাম মহল্যা ঘুরে সর্বস্তরের জনগণের সাথে আলাপকালে তারা বলেন, ইয়াছিন বেপারী একজন সৎ যোগ্য উজার মনের মানুষ, সুখে-দুঃখে তিনি মানুষের পাশে থাকেন, তাই আমরা তাকে ভালোবাসি, তিনি জনগণের মত প্রকাশে ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়েছে। আমরা আগামী ১১ নভেম্বর নির্বাচনে ইয়াছিন বেপারী কে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবো ইনসাআল্লাহ্ ।
একান্ত এক সাক্ষাৎকারে ইয়াছিন বেপারী বলেন, মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় দোয়া, পৃথীবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। আমি জনগণের মত প্রকাশে মেম্বার পদপ্রর্থী হয়েছি, আমি জনগনের ভোটে বিশ্বাসী জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।