সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

প্রথম আলোর লতিফুর রহমানের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

প্রথম আলোর লতিফুর রহমানের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

সংবাদপত্র শিল্পের প্রবর্তক, আধুনিক সংবাদপত্রের দিশারী ও প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি প্রথম আলো এবং ডেইলী স্টারের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বুধবার ০১ জুলাই বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে গণমাধ্যম শিল্প বিস্তারে অপূরণীয় ক্ষতি হলো। প্রথম আলো ও ডেইলী স্টারের সাথে সম্পৃক্তরা একজন গণমাধ্যম উন্নয়নের চিন্তাশীল বটবৃক্ষকে হারালো।

বুধবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।

লতিফুর রহমান স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, লতিফুর রহমানের মরদেহ ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। লতিফুর রহমানের জন্ম ১৯৪৫ সালের ২৮ আগস্ট। যুগযুগ সংবাদপত্রের সাথে সম্পৃক্তরা তাকে স্মরণ করুক।


error: Content is protected !!