মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে করোনা ভাইরাস দূর্যোগে ত্রাণ কমিটি গঠণ

শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে করোনা ভাইরাস দূর্যোগে ত্রাণ কমিটি গঠণ

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে করোনা ভাইরাস দূর্যোগে ত্রাণ কমিটি গঠণ করা হয়। গত ১৮ এপ্রিল শনিবার মধ্য সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুদ্রকর ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রাণ কমিটি গঠণ করা হয়।
ত্রাণ কমিটি গঠণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সদস্য ও বিজ্ঞ জিপি এ্যাড. আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রুদ্রকর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ-এর সকল নেতৃবৃন্দ।
প্রতিটি ইউনিয়নে এ কমিটি গঠণের উদ্দেশ্য হচ্ছে, করোনা ভাইরাস দূর্যোগে যেন জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র নির্বাচনী এলাকার কোন জনগণ অসহায় অবস্থায় অভূক্ত না থাকে। তাছাড়া আগামী রমজানে যে ৩০ হাজার পরিবারের মধ্যে এই জনদরদী এমপি ইকবাল হোসেন অপু খাদ্যসামগ্রী বিতরণ করবেন তা সঠিকভাবে নিশ্চিত করা।


error: Content is protected !!