
শরীয়তপুরে নতুন করে আরো আক্রান্ত হয়েছে ৪ জন। আক্রান্তরা হলেন সদর উপজেলায় ৩ জন ও ভেদরগঞ্জ উপজেলার ১ জন। ঐ রোগীদের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার (১৭ মে) জেলা মোট সুস্থ ঘোষনা করা হয়েছে ২২ জনকে। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, জাজিরা উপজেলায় ৬ জন, নড়িয়া উপজেলায় ৭ জন এবং ডামুড্যা উপজেলায় ৪ জন।
এই নিয়ে শরীয়তপুর জেলায় মোট আক্রান্ত ৭১ জন। জেলায় মোট সুস্থ ২২ জন। আইসোলেশনে আছে ৪ জন। এর মধ্যে সন্দেহভাজন ২ জন।
এ পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন ১৮৩৫ টি করোনার নমূনা সংগৃহীত হয়েছে। এর ১৬৮১ জনের নমূনা ফলাফল এসেছে। যারা আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি ও তাদের আশপাশের কিছু বাড়িকে লকডাউনের আওতায় রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস ১৭ মে রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।