শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে সাংবাদিক কাজী নাছিরের বাবার ইন্তেকাল

শরীয়তপুরে সাংবাদিক কাজী নাছিরের বাবার ইন্তেকাল

এশিয়ান টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি এমবি কাজী নাছিরের বাবা ও ময়মনসিংহের ভাবখালী দাখিল মাদ্রসার (অবঃ) সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মজিদ (৮১) বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার ৩০ জুন দুপুর দেড়টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ মাগরিব নিজ গ্রাম শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া দরিচর দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে একই গ্রামের আহমদিয়া গণ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে শরীয়তপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের লোকজন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


error: Content is protected !!