সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

পূর্ব শত্রুতা ও খেলাধুলা জেরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতা ও খেলাধুলা জেরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

শরীয়তপুর পৌরসভার খেলসী কানারবাজারে খেলাধুলা ও পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় যুবক শ্রেণি সন্ত্রাসীরা। অভিযোগটি ওঠে শরীয়তপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ডের খেলসী গ্রামের রিপন খানের ছেলে নাঈম খান(২০), ইউসুফ ঢালীর ছেলে শুভ ঢালী(২২), মনু খানের ছেলে হামিদ খান(২২), আ: খালেক খান(২৮), বাদল খান(২৫) ও সামদ্দীন ঢালীর ছেলে ইছব ঢালী(৫৫) গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ০২ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে ওই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত ঐ দুই যুবক হলেন- শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের খেলসী গ্রামের মিরচান ঢালীর ছেলে মাসুদ ঢালী(২২) ও মৃত আবুল ঢালীর ছেলে আনোয়ার হোসেন ঢালী(২৭)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মিরচান ঢালীর ছেলে মাসুদ ঢালী ও মৃত আবুল ঢালীর ছেলে আনোয়ার হোসেন ঢালীর সাথে স্থানীয় রিপন খানের ছেলে নাঈম খান, ইউসুফ ঢালীর ছেলে শুভ ঢালী, মনু খানের ছেলে হামিদ খানের ঝগড়া ও তর্কাতর্কি হয়। এ বিষয়ে মিমাংসার উদ্দেশ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিক চোকদার ও পালং ইউনিয়নের বোরহানউদ্দিন মেম্বার সালিশে বসে। সালিশের এক পর্যায়ে উভয়পক্ষ তর্কবিতর্কে জড়িয়ে পড়লে সালিশে সবাইকে যার যার বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে। উক্ত নির্দেশ উপেক্ষা করে পৌরসভার ২নং ওয়ার্ডের খেলসী গ্রামের রিপন খানের ছেলে নাঈম খান, ইউসুফ ঢালীর ছেলে শুভ ঢালী, মনু খানের ছেলে হামিদ খান, আ: খালেক খান, বাদল খান ও সামদ্দীন ঢালীর ছেলে ইছব ঢালী গংরা ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মিরচান ঢালীর ছেলে মাসুদ ঢালী ও মৃত আবুল ঢালীর ছেলে আনোয়ার হোসেন ঢালীকে শরীরের পিছন দিক দিয়ে আঘাত করে ও এলোপাথাড়ি মারধর করে। এতে মিরচান ঢালীসহ আরও কয়েকজন আহত হয়।

এ বিষয়ে মাসুদ ও আনোয়ার ঢালী বলেন, ক্রিকেট খেলা নিয়ে আমাদের সাথে নাঈম ও শুভদের তর্কাতর্কি হয়। এ বিষয়ে কানার বাজারে সালিশে বসা হয়। সালিশে সিদ্ধান্ত অমান্য করে নাঈম ও শুভরা আমাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মিরচান ঢালী বলেন, আমার ছেলে ও ভাতিজাকে মনু খার ছেলেরা এলোপাথাড়ি মারপিট করে ও কুপিয়ে জখম করে। ক্রিকেট খেলাকে ইস্যু বানিয়ে পূর্ব শত্রুতার জেরে ওদের মেরে ফেলার উদ্দেশ্যে শরীরের পিছন দিক দিয়ে কোপায়। আমাকে মারতেও ওরা দ্বিধাবোধ করেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এর বিচার চাই। এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ করেছি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর শাস্তি হতে পারে।

এ বিষয়ে নাঈম ও মনু খার ছেলেদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

সদর পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলরকে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বৃহস্পতিবার রাতে মারামারির ঘটনা ঘটেছে। দুটি ছেলে আহত হয়ে হাসপাতালে আছে।

পালং মডেল থানা ওসি আসলামউদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কানার বাজারে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তের আলোকে রিপোর্ট দেওয়া হবে।


error: Content is protected !!