
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশীনগরে ভাসুর পুত্র সেলিম চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ঢালী কান্দি গ্রামের মাইনুদ্দিন সরদারের ছেলে সেলিম সরদার(২২) তার চাচিকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় চাচি সেলিম সরদারের মায়ের কাছে বিচার দিলে গত শুক্রবার ০৩ জুলাই বিকালে চাচিকে একা পেয়ে মাথায় ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে একাধিক আঘাত করলে চাচি জ্ঞান হারায়।
পরে সেলিম সরদারের চাচি বলেন, আমাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিলে আমি রাজি না হওয়ায় সে আমাকে একা পেয়ে ইট দিয়ে আঘাত করে হত্যার উদ্দেশ্যে। আমি তার আঘাতে জ্ঞান হারালে পরবর্তীতে দেখতে পাই আমার গলার স্বর্ণের চেইন নাই।
এ বিষয়ে সেলিম সরদারের মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
সেলিম সরদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখেই তিনি চলে যান, কোনো কথা বলেন নি।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।