
‘মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে সামাজিক সংগঠন ওয়েস্ট হেলথ এন্ড এ্যাডুকেশন ফাউন্ডেশন, ইকো কনর্সান এ্যাসোসিয়েশনন ও রিয়্যাল ফ্রেন্ডশীপ এসোসিয়েশন এর উদ্যোগে ২০ হাজার ফলজ, বনজ, ভেষজ বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনগুলো। গাছ বেড়ে উঠা পর্যন্ত সংগঠনের সে¦চ্ছাসেবীরা এ গাছ গুলোর পরিচর্যা করবে। মঙ্গলবার ১৪ জুলাই দুপুর ২ টায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৭৩ নং কোড়ালতলী মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই বৃক্ষ রোপনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
ভেদরগঞ্জ কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মৃধার সভাপতি¦তে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম হোশিয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, ওয়েস্ট হেলথ এন্ড এ্যাডুকেশন ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন, ইকো-কনসার্ন এসোসিয়েসনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান খোকন, ভেদরগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: মুন্না সিকদার, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে একেএম হোশিয়ার বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবছর পালন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সংগঠণ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সুজলা সুফলা শষ্য শ্যামলা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে আসছে। তিনি আরো বলেন, গাছ লাগানের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু ভারসাম্য রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করবে । এর ফলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নিজস্ব উন্নয়নও সাধিত হবে। দেশের প্রতিটি মানুষ অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগালে খুব শীঘ্রই বাংলাদেশ সবুজায়নে পরিণত হবে। বাংলাদেশের ২৫% বনায়নের চাহিদা থাকলেও আছে মাত্র ১৫%। এ চাহিদা পূরণ করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বেশি করে দেশী ফলজ বৃক্ষরোপন করেন, যাতে করে সহজেই পুষ্টির চাহিদা মেটাতে পারেন। ফরমালিন মুক্ত ফল খেতে হলে দেশি ফলের চারা বেশি করে রোপন করতে হবে। এ সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে গাছের গুনাগুন ও ফলজ গাছের গুনাগুন এর পুষ্টির সম্পর্কেও আলোচনা করেন।
ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার আনিসুর রহমান তপু বলেন, মুজিব বর্ষের আহবানে আজকে যে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচী হাতে নিয়েছে তাদের আমার সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এটাও একটি নিসন্দেহে সমাজ সেবা ও মানব সেবামূলক কাজ। আমি আপনাদের কাছে আহবান জানাবো আপনারা বনজ থেকে একটু ফলজ বৃক্ষ রোপনটা বেশি করবেন, এতে করে সাধারন মানুষ উপকৃত হবে, কিছুটা পুষ্টির চাহিদা মিটাতে পারবে।
ওয়েস্ট হেলথ এন্ড এ্যাডুকেশন ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছ অপরিসীম ভুমিকা পালন করে। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই মুজিব বর্ষ উপলক্ষে তিনটি করে গাছ লাগানোর এতো সুন্দর আহবান করার জন্য। তার আহবানে সাড়া দিয়ে আজ শরীয়তপুর জেলায় বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছি এবং আমাদের এ বৃক্ষ রোপন অব্যাহত থাকবে। এর পূর্বেও আমরা ঢাকা সিটির বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছি।
ইকো কনর্সান এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাইফুর রহমান খোকন বলেন, মানুষকে বেঁচে থাকতে হলে বৃক্ষকে বাঁচিয়ে রাখতে হবে, তাই চলুন আমরা সবাই বেশি করে গাছ লাগাই। আমরা বাংলাদেশে বহু জায়গাতেই বৃক্ষ রোপন করেছি এই প্রথম শরীয়তপুরে বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নিয়েছি। আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে এবং গাছ বড় হওয়া পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবী টিম এ গাছের পরিচর্যা করে যাবে।