
“মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী এককোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি পিএসসি এর নির্দেশক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি জেলায় এক হাজার করে ফলজ ও ভেষজ চারা রোপণ করা হবে।
রবিবার ১৯ জুলাই শরীয়তপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে জেলা কমান্ডার নাদিরা ইয়াসমিনের নেতৃত্বে একটি আমগাছ রোপণ ও একটি আমগাছ বিতরণের মাধ্যমে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
এ সময় জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্য সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।