শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শণ ও নগদ অর্থ বিতরণ করেছেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শণ ও নগদ অর্থ বিতরণ করেছেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুরের ক্রমশ বেড়েই চলেছে বন্যার পানি। প্লাবিত হয়ে যাচ্ছে রাস্তা সহ বহু গ্রাম। ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কের শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বিভিন্ন অংশ। মঙ্গলবার ২১ জুলাই দুপুরে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কের শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বন্যার পানিতে প্লাবিত হওয়া বিভিন্ন এলাকায় পায়ে হেটে পরিদর্শণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় তিনি সিএনজি, অটোরিকশা, ভ্যান, রিস্কা চালক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত খেটে খাওয়া মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, যুবলীগ নেতা লিটন বেপারী, হাবিব খালাসি, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাগিব মোল্লা সহ প্রমুখ।

উল্লেখ্য, ইকবাল হোসেন অপু এমপি প্রতিনিয়ত বন্যা কবলিত এলাকা পরিদর্শণ করছেন। তিনি গতকাল অর্থাৎ ২০ জুলাই সোমবার সারাদিন জেলার জাজিরা উপজেলা ৭ টি বন্যা কবলিত ইউনিয়ন পরিদর্শণ করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


error: Content is protected !!