শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধ মূলক শরীয়তপুর জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভা

অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধ মূলক শরীয়তপুর জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভা

পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে শরীয়তপুর জেলা পুলিশের জুলাই-২০২০ ইং-এর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার; পিপিএম, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ এনামুল হক এনাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, সিআইডি পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় শরীয়তপুর জেলা পুলিশের জুলাই-২০২০-ইং-এর মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়: জুলাই/২০২০ইং মাসের সর্বমোট রুজুকৃত মামলা-৯৮টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ১৯৬ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১২৭, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৩,৩০,১০০/- টাকা এবং সর্বমোট- ৪,৪১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৩ কেজি ৭৩৫ গ্রাম গাজা, ০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার।


error: Content is protected !!